Bangla Calligraphy. It was my old classwork. This Sentence has been taken from a famous poetry of our national and rebel poet, Kazi Nazrul Islam.

প্রলয়োল্লাস 
  - কাজী নজরুল ইসলাম

তোরা সব জয়ধ্বনি কর্‌ !
তোরা সব জয়ধ্বনি কর্‌ !!
ঐ নূতনের কেতন ওড়ে কাল্-বোশেখীর ঝড়।
তোরা সব জয়ধ্বনি কর্‌ !
তোরা সব জয়ধ্বনি কর্‌ !!
আসছে এবার অনাগত প্রলয়-নেশার নৃত্য-পাগল,
সিন্ধুপারের সিংহ-দ্বারে ধমক হেনে ভাঙল আগল!
মৃত্যু-গহন অন্ধ-কূপে
মহাকালের চণ্ড-রূপে--
ধূম্র-ধুপে_
বজ্র-শিখার মশাল জ্বেলে আসছে ভয়ঙ্কর--
ওরে ঐ হাসছে ভয়ঙ্কর!
তোরা সব জয়ধ্বনি কর্‌ !
তোরা সব জয়ধ্বনি কর্‌!

Bangla Calligraphy
Published:

Owner

Bangla Calligraphy

Bangla Calligraphy by Khadiza Tul Sayeda Simu

Published: